ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুর


News Image/download - 2024-10-01T013415.648.jpeg
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর আড়াইটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, 'ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।'

তিনি বলেন, 'দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বরাবর পৌঁছলে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। আমি দ্রুতই অভিযোগ করব।'

এদিকে সোমবার বিকেলে আখাউড়া উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে গিয়াস উদ্দিন তাহেরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, 'গিয়াস উদ্দিন তাহেরী আমাদেরকে জানিয়েছেন তার মাইক্রোবাসে পাথর ছুড়ে সামনের ও এক পাশের কাঁচ ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এই হামলা করেছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। এখন পর্যন্ত আমাদের কাছে ভিকটিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×