মাধবপুরে সীমান্ত এলাকায় বিলাসবহুল গাড়িসহ আটক ২


News Image/gari-20241001220510.jpg
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলা সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনের ভারতীয় সীমান্তের কাছে বিলাসবহুল একটি গাড়ি ও একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে গাড়িচালক আব্দুল আজিজ ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়াকে (২২)  আটক করে। এ সময় বিলাসবহুল গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেন।

স্থানীয়দের ধারণা এ বিলাসবহুল গাড়ি দিয়ে কোনো ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছেন অথবা পালানোর চেষ্টায় ছিলেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক হওয়া ‍দুই ব্যক্তি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করেছিলেন। স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গাড়ির প্রকৃত মালিক কে তা জানতে বিআরটিএতে যোগাযোগ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×