নোয়াখালীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


October 2/up-20241003144846.jpg

নাশকতার মামলায় নোয়াখালীর আওয়ামী লীগ নেতা ও আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-৩ এর সদস্যরা। 
 
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ হীরাপুর গ্রামের মাঈন উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আব্দুর রব পাটোয়ারীর ছেলে, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান।
 
জানা যায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি অভিযানিক দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার নাশকতার মামলায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, তিনি তার ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, ৫ আগস্ট পরবর্তী নাশকতা মামলায় চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×