টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২


October 2/download - 2024-10-07T114835.718.jpeg
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পাটগাতি বাজারের সোনালী ব্যাংক ভবনের তিনতলা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক ইসলাম ও পাটগাতি বাজারের ব্যবসায়ী শেখ লিমন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টুঙ্গিপাড়া থেকে বিএম তৌফিক ইসলাম ও শেখ লিমনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএম তৌফিক ইসলামকে বিএনপি স্বেচ্ছাসেবক নেতা দিদার হত্যা মামলায় ও শেখ লিমনকে বাগেরহাটের চিতলমারী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিএম তৌফিক ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে ও শেখ লিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×