গাংনীতে ৫ কেজি গাঁজাসহ আটক ১


TRT 03-10-2024/Screenshot_2024-10-09_100625_20241009_100556161.webp

মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানির সদস্যরা। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সবুজ উপজেলার নওপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার এনামুল হক মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন সাহারাবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় মোল্লা টেলিকম-এর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি পোঁটলায় পাঁচ কেজি গাঁজাসহ সবুজ মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেন। এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মাদক কারবারি সবুজ মিয়ার বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×