১৯ লাখ টাকার সয়াবিন তেলসহ ট্রাক লুট


TRT 03-10-2024/images (38).jpeg
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে।
 
লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা।

ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে বুধবার ৯ অক্টোবর  সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে। 

ট্রাকচালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স-এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত চারটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে।
 
ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধর করে চালক-হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে এগিয়ে যায়।

বিশ্বনাথ ট্রেডার্স-এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার সকালে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

   
 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×