পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২৪
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। পড়ালেখায় প্রতিযোগিতার আবির্ভাব ঘটে। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অন্যদের চাইতে এগিয়ে থাকে।
পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)'র আয়োজনে কেয়া গোল্ড মেডেল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কেয়া'র চেয়ারম্যান লায়ন মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে বৃহস্পতিবার হাটহাজারী সদরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেয়া'র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। কেয়া'র মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ফটিকছড়ির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দুল আজাদ, হাটহাজারীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওসমান, মাও. সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারী মো. বোরহান উদ্দিন, টিপু চৌধুরী, অধ্যক্ষ শফিউল আলম।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, মাও. শফিউল আলম, মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, সাবেক মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।