ভারতে  অনুপ্রবেশর চেষ্টার সময় যুবক আটক


October 2/ponchagar_20241017_092735818.jpg
পঞ্চগড়ের সদর উপজলায় ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শান্ত ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৬ অক্টোবার) সন্ধ্যায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকার বর্মতোল এলাকার এক বাড়িতে থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি)।

আটক যুবক শান্ত ইসলাম ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত হালিম বেপারির ছেলে।

বিজিবি জানায়, পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির সীমান্ত পিলার ৭৫৪/এমপি হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতোল নামক স্থান দিয়ে বুধবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালায় ঘাগড়া বিওপির বিজিবি সদস্যরা। পরে ওই এলাকার মানবপাচারকারী ইউসুফ আলী বাড়িতে অভিযান চালালে শান্ত ইসলাম নামে ওই যুবককে আটক করে বিজিবি সদস্যরা। এসময় পালিয়ে যায় মানব পাচারের সঙ্গে জড়িতরা।

পরে আটক যুবক জিজ্ঞাসাবাদে জানায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দুজন দালালের মাধ্যমে তিনি মানবপাচারকারী ইউসুফ আলীর বাড়িতে আসেন।  মানব পাচারকারী ইউসুফ আলীর সঙ্গে আরও ৫/৬ জন মানব পাচারকারী সিন্ডিকেট সদস্য তাকে পাচারের কাজে সম্পৃক্ত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আটক শান্তকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ০৩টি মোবাইল ফোনসহ পঞ্চগড় সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি সদস্যরা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি) বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় শান্ত ইসলাম নামে এক যুবককে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ী আটক করা হয়েছে। এ ঘটনায় শান্ত ইসলামসহ পাচারকারী সদস্য ইউসুফ আলীসহ এই দলের সঙ্গে জড়িত আরও ৫ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×