নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার


October 2/image-296157-1729384716.jpg
নাটোরে ট্রাকচাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় শহরের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ফারিয়াতুল রিসা গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।
 
ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। নাটোর ব্রাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। এ সময় সুমনের স্ত্রীসহ কয়েকজন অটোরিকশার যাত্রীও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় সুমন আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হন।‌ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×