মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই : মেজর হাফিজ


October 2/j jj opjopjo jp.jpeg

ভোলার লালমোহনে মেজর (অব:)হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টে উদ্বোধন করেন।

Your Image

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর হাফিজ বলেন,মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে থাকলে মন সতেজ থাকে তাই যুবসমাজ সমাজের বিভিন্ন ধরনের অপরাধ থেকে মুক্ত থাকে।

উক্ত খেলায় উপজেলার মোট ৮টি দল টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় রমাগঞ্জ ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে চলতা বাজার একাদশকে পরাজিত করে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন। পৌর বিএনপির আহবায়ক সাকেদ জান্টু, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো: সোহেল আজীজ শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রেজাউর রহমান শাহিন, উপজেলা ক্রীড়া সদস্য নোমান পাটওয়ারী প্রমূখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×