ভালুকায় সাম্য ও মানবিক সমাজ গড়তে নাগরিকদের করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনা


October 2/Messenger_creation_425769613894043.jpeg
ময়মনসিংহের ভালুকায় 'সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিশৃংখল শিক্ষাঙ্গন, কিশোর অপরাধ প্রবণতা, অসুস্থ সমাজ ব্যবস্থা ও নানান অপকর্মের প্রতিকার করে একটি সাম্য ও মানবিক সমাজ গড়তে নাগরিকদের করণীয় শীর্ষক' গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকার ছাত্র জনতার ব্যানারে আয়োজিত ওই গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিতহয়।
 
ব্রাদার্স ক্লাব ভালুকার সভাপতি রাফিউল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, জাসাস ময়মনসিংহ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি’র সদস্য মাইন উদ্দিন ও আলমগীর হোসেন, বিএনপি নেতা হাদিকুর রহমান হাদিস, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদ শুভ, কলেজ ছাত্রদলের আহবায়ক আলীরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অপূর্ব, রামিম, জিহাদ, সানি, শাহাদাতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
এসময় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। যেকোনো ধরনের অরাজকতা বন্ধ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×