দৌলতখানে যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৪
ভোলার দৌলতখানে যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন।
কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আটক দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চরপাতা থেকে লোকমান ও তার ছেলে হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।