বিএনপি সব সময় দেশ গড়ার কাজে নিয়োজিত
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৪৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সবসময় দেশ গড়ার কাজে নিয়োজিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মহানগর বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
নায়াব ইউসুফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যবুদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। এ ধরনের ফ্রি ক্যাম্প সারা বছর চালু থাকবে।’
মহানগর যুবদলের উদ্যোগে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় এই ক্যাম্পের। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সাধারণ রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফের সভাপতিত্বে মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, চিকিৎসকদের সংগঠন ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।