ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা


October 2/suman_20241029_105722792.jpg
ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি সংগৃহীত
 
সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। 

নিহতরা হলেন- ফরিদা বেগম এবং তার ২০ বছর বয়সী ছেলে মিনহাজ।

পুলিশ ও স্বজনরা জানান, বাসটিতে ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। সকাল আটটার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×