আইফোনের জন্য মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে সপ্তম শ্রেণির ছাত্র
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪২ পিএম, ৩১ অক্টোবর ২০২৪
পার্টির টাকা জোগাড় করতে আইফোন ও টাকা চুরির জন্য সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকার সাভার এলাকা থেকে ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের হাসননগর এলাকায় নিজ ঘরে খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।
এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির করার সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় ঘাতক ও তার বন্ধু পাশের রুমে মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে৷ একপর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে আসেন। তখন তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে হত্যার পর মিনহাজের আইফোন নিয়ে পালিয়ে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ৭-৮ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন ১১ ও তাদের ঘরে থাকা টাকা লুটের পরিকল্পনা করে। আইফোন ও টাকার জন্যই এই হত্যাকাণ্ডটি করা হয়েছিল।