সাতক্ষীরায় জমি নিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে নিহত ১


October 2/sat.jpg

সাতক্ষীরার দেবহাটার খলিষাখালীতে স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিহত কামরুল ইসলাম (৪৮) খলিষাখালী গ্রামের আবু বকর গাজীর ছেলে।

আটককৃতরা হলেন—উপজেলার হাজীপুর গ্রামের নূরুজ্জামান, শ্রীগঞ্জ গ্রামের সোহেল রানা, বাবুরাবাদ গ্রামের মেহরাব আলী ও রবিউল আউয়াল, কাশিবাড়ি গ্রামের হাসিদুল হাসান সবুজ এবং বদরতলা গ্রামের আবুল হোসেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মাদ বলেন, খলিষাখালীতে ১ হাজার ৩শ’ ২৮ বিঘা ঘের নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব বিরাজ করছিল। ওই জমি দখলে রেখেছিল কামরুল, নূরুজ্জামান, সোহেলরানাসহ একাধিক ব্যক্তি। গত ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সুযোগে খলিষাখালীতে ঘের দখল করে মহড়া দিতে থাকে। তাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।

এ অবস্থা থেকে উত্তরনে শুক্রবার ভোর ৫টার দিকে খলিষাখালিতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ টি হাতবোমা, ৩০টি ছোট হাতবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে।

এসময় স্থানীয়দের পিটুনিতে কামরুল ইসলাম গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×