২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, আবার শুরু হলো ইলিশ ধরা


October 2/ইলিশ-মাছ-768x432.jpg
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই, ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।

রূপালি ঝিলিকের মোহে জাল ফেলছেন তারা। জেলেরা জানান- নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।

এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে- দাবি সংশ্লিষ্টদের। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×