বরিশাল বিশ্ববিদ্যাল সংলগ্ন মহাসড়কে বাসচাপায় স্কুল শিক্ষক নিহত
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৪৯ পিএম, ০৫ নভেম্বর ২০২৪
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাত সেতুর ঢালে অন্তরা পরিবহনের বাসচাপায় বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউনুস বিশ্বাস উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। তিনি জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত অন্তরা পরিবহনের বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসের চালক-হেলপারকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
ইউনুস বিশ্বাস উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। তিনি জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত অন্তরা পরিবহনের বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসের চালক-হেলপারকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
জানা গেছে, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া অন্তরা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এরপর ২ নভেম্বর একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোর রোববার (৩ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ সোমবার নিহত হলেন ইউনুস বিশ্বাস।