মহামায়া লেকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৪
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ফেনীর এক তরুণী।
ধর্ষণের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজ উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজ উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ এলাকার তমিজ উদ্দিন মাঝি বাড়ির মো. ইউসুফের ছেলে। সে ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, রিয়াজ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বখাটে হিসেবে তাকে যেকোনো অপকর্মে ব্যবহার করতো রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিকভাবে যখন যে দল ক্ষমতায় আসে সে দলের সঙ্গে মিশে যায়। ৫ আগস্টের পর যুবদলের রাজনীতিতে বিভিন্ন মিছিল মিটিং করতে দেখা গেছে অভিযুক্ত রিয়াজকে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ফেনীর সোনাগাজী থেকে মহামায়া ইকোপার্কে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এসময় পার্কের ভেতর একটি পাহাড়ে একান্ত সময় কাটানোর সময় তাদের অনুসরণ করে তিন বখাটে যুবক। তখন ওই তিন যুবক তাদের ভিডিও করে ব্ল্যাকমেইল করে। একপর্যায়ে তারা প্রেমিককে বেঁধে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকেট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বখাটেদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
যোগাযোগ করা হলে মিরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, মহামায়া ইকোপার্কে ফেনীর সোনাগাজী থেকে প্রেমিক যুগল করতে আসলে রিয়াজ উদ্দিন, মো. ফরহাদ ও মো. রবিন প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত মো. রিয়াজ উদ্দিন নামে এক বখাটেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করেছেন।