ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি শিপন গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১৬ পিএম, ০৮ নভেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপন। বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে নিজ এলাকা কুমিল্লা থেকে গ্রেপ্তার করে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার শিপন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২২ সালে পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বুড়িচংয়ের নিমশার এলাকায় আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলার তদন্তে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লার বুড়িচং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হাবিবুর বুড়িচং উপজেলার নাজিরা বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। ফেনীতেও তিনি ওই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।