পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার


menu/thumbnail_IMG-20241110-WA0001_20241110_161406380.jpg
পিরোজপুরের নাজিরপুরে আ.লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে ফিরোজ  ও দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে পলাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফিরোজ আহমেদ উপ‌জেলার শাখারীকাঠী ইউনিয়‌নের হোগলাবুনিয়া গ্রা‌মের আমির আহমেদের ছেলে। পলাশ তরুয়া উপজেলার দেউলবাড়ীদোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের চিত্তরঞ্জন তরুয়ার ছেলে।

ফিরোজ শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং পলাশ তরুয়া দেউলবাড়ী দোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

শনিবার (৯ নভেম্বর) গভীর রা‌তে না‌জিরপুর থানার উপ পু‌লিশ পরিদর্শক আতিয়ারসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থে‌কে চাঁদাবাজ ও সন্ত্রাসী  মামলার আসামি ফিরোজ ও পলাশকে গ্রেফতার করেন।

এ বিষয়ে না‌জিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভুইয়া জানান, তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। এ অভিযোগে আসামিদের গ্রেফতার করে আজ রোববার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×