‘তিন শতকের পুরুষ’ রাজবাড়ীর হোসেন শেখ আর নেই


menu/rajbari-2_20241113_004207581.jpg

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার প্রবীণ ব্যক্তি হোসেন শেখ মারা গেছেন। ১২৮ বছর বয়সে মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত কারণে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন হোসেন শেখ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৮ বছর ৫ মাস ১৮ দিন। জাতীয় পরিচয়পত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ১৮৯৬ সালে তার জন্ম। জন্ম তারিখ অনুযায়ী তিনি ১৮ শতক, ১৯ শতক এবং চলমান দুই হাজার শতক অর্থাৎ তিন শতক দেখা পুরুষ।

মৃত্যুকালে হোসেন শেখ চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় আলম চৌধুরীপাড়া আল মদিনা মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরীফল ইসলাম জানান, গোয়ালন্দে অনেক প্রবীণ মানুষ আছেন। প্রবীণ মানুষেরা এতদিন বেঁচে থাকতে পারেন এটাও সম্ভব। তবে জন্ম নিবন্ধনের সময় অনেকের বয়স বাড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×