মোহনগঞ্জে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা আহত


menu/bnp_20241113_220230917.jpg

নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদে যাত্রীবাহী দুইটি স্পিটবোটের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান ওরফে মহসিন মিয়া (৫৯) নামে উপজেলা বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত মহসিন মিয়াকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Your Image

বুধবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরুংকার মোড় নামক স্থানে কংস নদে যাত্রীবাহী দুটি স্পিটবোটের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহত মহসিন মিয়া উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত মাহতাবউদ্দিনের ছেলে ও তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২ টার দিকে মহসিন মিয়া পাশের ধর্মপাশা উপজেলায় একটি সালিশি বৈঠক শেষে যাত্রীবাহী একটি স্পিডবোটে করে বাড়ি ফিরছিলেন। পথে কংস নদের বরুংকার মোড় নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি স্পিটবোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্যান্য যাত্রীরা স্পিটবোট থেকে ছিটকে পানিতে পড়ে গেলেও মহসিন মিয়া নাকে ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহসিন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. পার্থ সরকার বলেন, মহসিন মিয়ার নাক ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। ফলে নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত অবস্থার উন্নতি হনে বলে আশা করছি।

এদিকে বিএনপি মহসিন মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাঁকে দেখতে ভিড় করেছেন।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×