বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ৩
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে পালানোর সময় হবিগঞ্জে নারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কলাবাগান এলাকা থেকে আটক করে ৫৫ বিজিবির অধীনস্ত বাল্লা বিওপি ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন - কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের লাল চান দাসের স্ত্রী কনক লতা রাণী (৬০), তার ছেলে শৈলেন দাস (৪৭) ও শৈলেন দাসের ছেলে অয়ন দাস (১৯)।
এ সময় মানব পাচারকারী চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল গফুরের ছেলে জামাল মিয়া (২৫) পালিয়ে যান। পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক পিএসসি লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে, এ ধরনের খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় উল্লেখিতদের আটক করা হয়। পরবর্তীতে আটক তিনজন এবং পলাতক মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।