মঠবাড়িয়ায় ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


TRT 03-10-2024/kkkn.jpg

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে (৬৫) ২১ বছর পর গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

Your Image

শুক্রবার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মিরাজুল হক জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ হলে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছেন।   গ্রেপ্তার মিরাজুল হক তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে  খাগড়াছড়ি থেকে নিয়ে আসার কাজ চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×