ফতুল্লায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ  উদ্ধার


News Defalt/ffffffffffffffffffff.jpg

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান জানান, নিহত ব্যক্তির বয়স ৪৫ থেকে ৪৮ হবে। তার পরনে রয়েছে লাল কালো চেক হাফ হাতা গেঞ্জি আর সাদা পায়জামা। ধারণা করা হচ্ছে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তারপরও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×