কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত


Nov 16/NMMMMM.jpg

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

Your Image

নিহত হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫)।

রোববার (১৭ নভেম্বর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর  হোসেন জানান, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতো নিতেন্দ্র চন্দ্র দাস।  তিনি শনিবার রাতে গাজীপুরে আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×