না ফেরার দেশে নড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার বেপারী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার বেপারী আর নেই।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় নড়িয়া পৌরসভার ঢালিপাড়া নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
রবিবার (১৭ নভেম্বর) বাদ আছর মূলফৎগঞ্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ তার জানাজায় অংশ নেন। পরে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।