সীমান্তে গরু পারাপার করতে গিয়ে চড়কার আঘাতে প্রাণ গেল যুবকের


Nov 16/SIMANTHO.jpg

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারত থেকে অবৈধভাবে গরু পারাপারের জন্য ব্যবহৃত চড়কার (বাঁশ দিয়ে বানানো এক ধরনের যন্ত্র) আঘাতে কামাল হোসেন (৩৫) নামে পাচারকারী এক যুবকের মৃত্যু হয়েছে।

Your Image

রোববার (১৭ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্তের বুড়িরহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩-৯১৪ এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি এ এলাকার ছবুর উদ্দিনের ছেলে।

সীমান্তবাসী জানান, শনিবার রাতে সীমান্ত পিলার ৯১৩ ও ৯১৪ এর মধ্যবর্তী গঙ্গারগাছ এলাকায় চড়কার (গরু পাচারের বাঁশের তৈরি স্থানীয় যন্ত্র) মাধ্যমে ভারতীয়দের সহায়তায় গরু পাচার করছিলেন ১০/১২ জন বাংলাদেশি যুবক। এসময় হঠাৎ চড়কার বাঁশ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি।  

পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে কামাল হোসেনের মৃত্যু হয়।  

তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বক্তব্য পাওয়া যায়নি।  

গোড়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, স্থানীয়দের কাছে ঘটনাটি শুনেছি। মৃত কামাল হোসেনের পরিবার দাবি করেছে, সীমান্তের চড়কার বাঁশ মাথায় লেগে তিনি মারা গেছেন।  

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×