চুনারুঘাটে প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা খেলো নীলফামারীর সাবেক এমপি
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (৫৮) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৭ নভেম্বর) বিকেলে পৌরসভার পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেলকে বহনকারী গাড়িটি শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে আসলে যানজটের সৃষ্টি হয়। এ সময় গাড়িটি পেছানোর চেষ্টা করলে পিছনের দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রানা মোহাম্মদ সোহেল তার সঙ্গে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়েন। গুলির আওয়াজে বেইলী ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে ব্রিজে আশপাশের এলাকার মানুষ জড়ো হয়। এ সময় স্থানীয় জনতা রানা মোহাম্মদ সোহেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, পিস্তলসহ রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বাড়ি রংপুর জেলার কেরানীপাড়া এলাকায়। তিনি মৃত মহসিন মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, মনিপুরীদের রাস অনুষ্ঠান উপভোগ করতে নারীসহ শ্রীমঙ্গল অবস্থান নেন। পরে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে তিনি আসছিলেন।
হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান বলেন, সেনাবাহিনী তাদের লোক হিসেবে তারা তাদের হেফাজতে নিয়ে গেছে। অপরদিকে আমরা তার অস্ত্র চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জব্দ করেছি। তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা যাচাই বাচাই চলছে।
তিনি আরও বলেন, মেজর কেন কি কারণে গুলি ছুড়েন বিষয়টি তদন্ত করলে জানা যাবে।