জামিনে বের হয়েই গুলিতে খুন হলেন যুবলীগ কর্মী


Nov 16/gulite kun.png

জামিনে বের হওয়ার তিন-চারদিনের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে যুবলীগ কর্মী খালেকুজ্জামান মানিককে (৩৬) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

Your Image

সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা- কুষ্টিয়া মহাসড়কে রূপপুর মোড় সংলগ্ন পাটোয়ারি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী মানিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের লন্ড্রির দোকানদার ইউনুছ আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত তিন-চারদিন আগে একটি হত্যা মামলায় জেল খেটে জামিনে বাড়িতে এসেছিলেন মানিক। সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এসময় কয়েকটি মোটরসাইকেলে করে অচেনা আট-১০ জন সেখানে এসে মানিককে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়েন। এতে মানিক মাটিতে লুটিয়ে পড়লে রামদা’ ও চাপাতি দিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যান। এসময় ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।  

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মানিকের শরীরে কয়েকটি গুলির এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।  

২০২৩ সালের ১৭ জুন ঈশ্বরদীতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনা খুন হন। সেই মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মানিক। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলহাজতেই ছিলেন মানিক। সম্প্রতি জামিনে বের হয়েই খুন হলেন তিনি।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×