নওগাঁয় গ্রাহকের টাকা নিয়ে বন্ধুমিতালী ফাউন্ডেশন লাপাত্তা হওয়ার প্রতিবাদে মানববন্ধন


News Defalt/nowga51.jpg

নওগাঁয় বন্ধুমিতালী ফউন্ডেশন  সাড়ে ৫হাজার গ্রাহকের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী(এমডি) নাজিম উদ্দীন তনুর গ্রেফতার ও টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভুগি গ্রাহকরা।

 মঙ্গলবার(১৯নভেম্বর) বেলা ১২টার সময় শহরের মুক্তির মোড় এলাকায় প্রায় ২শতাধিক গ্রাহকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।মানববন্ধনে ভুক্তভুগিরা জানান,নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়া এলাকায় গত কয়েক বছর থেকে বেসরকারী সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্টান রিনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

 জামানাতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি। জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ সরল শত শত মানুষ টাকা জামানাত রাখেন।

 গতো ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫হাজার গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থাটির পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

এ মানববন্ধনে বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দীন তনুর গ্রেফতারের দাবী জানানো হয়। 

 ভুক্তভুগি শারমিন আক্তার,এনামুল হক,আব্দুল জলিল,সামসুর রহমান নাসরিন আক্তার,মাসুদা,মনসেরসহ অনেকে বক্তব্য রাখেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×