ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পোশাক শ্রমিকের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১৯ পিএম, ২১ নভেম্বর ২০২৪
ঢাকা জেলার সাভার উপজেলার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সাথে অপর একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক নিহত ও ৩০ জন শ্রমিক আহত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহাঙ্গীর (৩০), নিপা (২৫), খাদিজা (২৮) ও জিয়াসমিন (২৬)। নিহতদের স্বজনরা লাশ নিয়ে যওয়ায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এছাড়াও, এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।