অফিসে ডেকে নিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ


News Defalt/humayun-kabir-20241122205533.jpg

সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক মনিরুল ইসলাম মুন্নাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে। 

Your Image

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরের ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি চট্টগ্রামে আঞ্চলিক দৈনিক পূর্বদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

জিডিতে সাংবাদিক মুন্না উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রথম পাতায় ‘বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিবাদী তাকে সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেনের মাধ্যমে অফিসে আমন্ত্রণ জানান। এরপর অভিযুক্ত প্রধান প্রকৌশলী হুমায়ুনের কবিরের কক্ষে ডেকে নিয়ে সংবাদ প্রকাশের জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ ভবিষ্যতে দেখে নেবেন বলে হুমকি দেন।

এ বিষয়ে মনিরুল ইসলাম মুন্না বলেন, আমাকে ডেকে নিয়ে প্রধান প্রকৌশলীর মতো একজন ব্যক্তি অপমান করতে পারেন না। সংবাদ বিরুদ্ধে গেলে প্রতিষ্ঠান বা প্রতিবেদকের ওপর ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেটা প্রতিবাদলিপি আকারে দেওয়া যেত। কিন্তু বিদ্যুৎ বিভাগ তা না করে প্রধান প্রকৌশলী ২০ দিন পর পরিকল্পিতভাবে অপমান করার জন্য আমাকে ডেকে নিয়ে ক্ষোভ ঝাড়তে পারেন না।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, মনিরুল ইসলাম মুন্না নামে এক সাংবাদিক জিডি করেছেন। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×