কুমিল্লায় পিস্তলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
কুমিল্লা: কুমিল্লা নগরীতে পিস্তলসহ ১০ মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৩ নভেম্বর) কুমিল্লা নগরীর সংরাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সংরাইশ এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. আল আমিন (৩৩) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কাশেম (৩৪) ।
এদিন সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
এ র্যাব কর্মকর্তা জানান, শুক্রবার সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। দুই যুবকের মধ্যে আল আমিন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা নাশকতাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তার এই দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।