চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ছোড়া সেই তৌহিদুল গ্রেফতার


2024-Novemer 18/Thouhidul.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি ছোড়া সেই তৌহিদুল ইসলাম ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

Your Image

তৌহিদুল সিটির চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার মো. সেকান্দরের পুত্র এবং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সিটির দামপাড়ায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন এসব তথ্য জানান। 

তিনি বলেন, শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তৌহিদুলকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলন চলাকালে সিটির চান্দগাঁও, বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে।

পুলিশ বলছে, ‘গ্রেফতারকৃত তৌহিদুল পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। ছাত্র আন্দোলনে তার ব্যবহৃত অস্ত্রটি একটি পাকিস্তানি শুটারগান। এছাড়া তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যা উদ্ধারে অভিযান চলছে। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা।’

রইছ উদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গেল ৪ আগস্ট সিটির চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদুল ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়ে সে। তার ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলছে।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তৌহিদুল জানায়, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান ও তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রইছ উদ্দিন বলেন, ‘তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে, সে একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×