বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ


2024-Novemer 18/Boishommo Clash.webp

কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

Your Image

শনিবার (২৩ নভেম্বর) বিকালে পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার (২৩ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের ভিতরে সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা সভায় উপস্থিত হয়। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুইটি পক্ষ কারা বিষয়টির তদন্ত চলছে। সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কেউই থানায় অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×