রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির ৩ সন্ত্রাসী নিহত


2024-Novemer 18/KNF.jpg

বান্দরবান জেলার রুমা উপজেলায় গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলে কেএনএফের সদস্য বলে জানা গেছে। 

Your Image

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রুমার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফের গোপন আস্তানার সন্ধান পায়। পরে সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যায়। অভিযানের সময় বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছে। 

এ সময় কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে, কী পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে- এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

এ নিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি জানান, রুমার পাইন্দু ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের একটি স্থানে কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। নিহতরা কেএনএফের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×