অশ্লীল গান বাজানো নিষেধ করায় মসজিদের ইমামকে মারধর


News Defalt/imammm.jpg

গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজার বাজারে গান বাজাতে নিষেধ করায় শাহজালাল হোসেন নামে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় মওলা মিয়া নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ।

Your Image

এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর) সদর থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ইমাম শাহজালাল হোসেন।

এর আগে রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বানিয়ারজান বাজারের সামনের রাস্তায় ইমাম শাহজালালকে পথরোধ করে মারধর করে অভিযুক্ত মওলা মিয়া।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় অভিযুক্ত মওলাকে গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা।

ভুক্তভোগী মসজিদের ইমাম শাহজালাল হোসেন উপজেলার বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদে ইমামতি করেন। অভিযুক্ত ডেকোরেটর ব্যবসায়ী মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মওলা মিয়া দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা ও অশ্লীল গানবাজনা করে আসছেন। তার এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করেও গানবাজনা ও মাদক বন্ধ হয়নি। এরই একপর্যায়ে মসজিদের ইমাম শাহজালাল হোসেন নিষেধ করায় তাকে মারপিট করেছে মওলা মিয়া।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ইমাম সাহেবকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×