হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট চট্টগ্রামের সাবেক সাংসদ ফজলে করিম


November 25/Fazle Karin.jpg
এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম জেলার রাউজান আসনের সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে নতুন একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। আগে বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

Your Image

সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এই আদেশ দেন। 

আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফজলে করিমকে চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয়। 

ব্যাপারটি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের চান্দগাঁও থানা জিআরও রাসেল। 

তিনি বলেন, ‘চান্দগাঁও থানার হত্যা ১৮ (৮) ২৪ মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাকে শ্যোন অ্যারেস্ট চাওয়া হয়।

গেল ১২ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফকিরমোড়া বিওপির টহল দল তাকে আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করে। বিজিবি তাকে গ্রেফতার করে এবং এরপর চট্টগ্রামে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×