পাবনায় বিএনপির নেতার বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের


November 25/Rehanul BNP Protest.jpg

ছাত্র-জনতার ওপর হামলাকারী পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মুন্সী ও ছেলেদের গ্রেফতার দাবি এবং তাদের নিরাপত্তা দেয়ার অভিযোগে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন স্থানীয়রা।

Your Image

সাদুল্লাপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে‌ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের স্বরূপপুরে-শ্রীকোল এলাকায় বিক্ষোভ করেন‌ স্থানীয়রা। এ সময় তারা বুলাল ও কুদ্দুস মুন্সীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসর কুদ্দুস মুন্সী বিগত ১৭ বছর এলাকায় বিএনপিসহ স্থানীয় লোকজনের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর কারণে ৫ আগস্ট বিপ্লবের পর থেকে আত্মগোপনে চলে যান। ফ্যাসিবাদের দোসর এ পলাতক আওয়ামী লীগের নেতা ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি। এই পলাতক আসামি ও তার সন্তানদের রেহানুল ইসলাম বুলাল সম্প্রতি নিজে সরেজমিনে উপস্থিত থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে বাড়িতে উঠিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে জানতে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করেও রেহানুল ইসলাম বুলালের মন্তব্য পাওয়া যায়নি। 

তবে জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি, বুলাল কুদ্দুস মুন্সির ছেলে নাকি বাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। বিষয়টি নিয়ে কেউ সাংগঠনিকভাবে অভিযোগ দিলে আমরা তদন্তের আওতায় নিয়ে আসব।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×