কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার


News Defalt/cox_20241125_224923806.jpg
কক্সবাজারের টেকনাফ নাফ নদীর লেদা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর লেদা সীমান্তে এ অভিযান চালানো হয়। আটক মো. রশিদ আহমেদ (৪৫) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহমেদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, রোববার রাতে নাফ নদীর লেদা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নৌকায় করে আসা তিন ব্যক্তিকে কেওড়া বাগানের মেম্বারের ঘেরে নামতে দেখে বিজিবির সদস্যরা।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় দুইজন ব্যক্তি নৌকায় উঠে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে অপর ব্যক্তিকে ধাওয়া আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×