পঞ্চগড়ে আরও কমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। কয়েকদিনের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির। দুপুরের দিকে সূর্য উঁকি দিয়ে কিছুটা উষ্ণতা ছড়ালেও বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা। রাতের অধিকাংশ সময় কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ।
হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় প্রতি বছর সবার আগে শীত নামে উত্তরের এই জেলায়। এবারও ব্যতিক্রম হয়নি। কয়েকদিন ধরেই হিমশীতল বাতাস আর কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়ে।
তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিনের অনেকটা সময় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রার পারদ নামতে থাকে। ফলে রাতে বেশ ঠান্ডা অনুভূত হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। গতকাল সোমবার এই সময়ে ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল নয়টার দিকে কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা যায়। ঝরছে হালকা কুয়াশাও। সবুজ ঘাসের ডগায় টলমল করছে শিশির। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে তাপ। সন্ধ্যার আগেই গায়ে শীতের কাপড় জড়াতে হচ্ছে। রাতে গায়ে কাঁথা-কম্বল ও লেপ মুড়িয়ে নিতে হচ্ছে।
নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকলেও নভেম্বর শুরু থেকে পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়েছে।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধির প্রকোপ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এই সময়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।