পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
পাবনার চাটমোহর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সাড়ে ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউপির ঝাঁকড়া গ্রামে দুই ভায়রার মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যে একটি চাইনিজ কুড়াল ও একটি শটগান নিয়ে এসে গ্রামবাসীর হাতে আটক হন বাবা ও ছেলেসহ ৩ জন। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের আনিসুর রহমান ও তার ছেলে আরিফুর রহমান। অপরজন হলেন আতিকুল ইসলাম।
জানা যায়, আনিসুর রহমান ও তার ভায়রা একই গ্রামের সাজ্জাদ হোসেনের সঙ্গে নাটোর, গুরুদাসপুর ও চাটমোহর উপজেলা সীমান্তবর্তী ঝাকরা বিলে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন হওয়ায় বিষয়টি নিরশনে ১ নম্বর ওয়ার্ড মেম্বার কামাল হোসেন উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসলেও কোনো সুরাহা হয়নি। এরই জের ধরে আনিসুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল মেম্বারের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসলে গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দেয় এবং ঘটনাস্থলে আনিসুর রহমান, তার ছেলে ও সঙ্গে আসা ১ জনসহ মোট ৩ জনকে ১টি চাইনিজ কুড়াল ও ১টি শর্টগানসহ গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ গিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।