বোয়ালখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২


News Defalt/omorfaruk-20241126125817.jpg

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

Your Image

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।

এ যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের ঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রসহ আসামিদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×