ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না


November 25/Jahangir Home Adviser.jpg
জাহাঙ্গীর চৌধুরী আলম

ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী আলম।

Your Image

তিনি বলেছেন, ‘সড়ক বন্ধ করে আন্দোলন করার চেয়ে একটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা ভাল। সব কিছুর জন্য কেন আন্দোলন করতে হবে?’

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে জাহাঙ্গীর চৌধুরী আলম এসব কথা বলেন। 

সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী জানিয়ে তিনি আরো বলেন, ‘বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যা নিরসন করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। ছাত্ররা যেন রাস্তায় না নামে সেটা অনুরোধ করছি। সরকার ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।’
 
এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাওড়ের বাঁধ ভেঙে যেন ফসলের কোন ক্ষতি না হয়, সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা যাবে না। প্রকল্প বাস্তবায়ন নীতিমালা তো প্রকৃতি মেনে চলে না। এখনও হাওড়ে বহু পানি রয়েছে। তাই, দ্রুত বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না।’ 

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×