চট্টগ্রামে ৩৫ মামলার আসামি ‘বার্মা সবুজ’ গ্রেফতার


November 25/Barma Sabuj.jpg

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। 

Your Image

সোমবার (২৫ নভেম্বর) বিকালে জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে হিলভিউ-বার্মা কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিনের পুত্র।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, ‘হিলভিউ-বার্মা কলোনির সবুজ-সাইফুল-ফাহিম- এই তিন ভাইয়ের চাঁদাবাজি এবং তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ সিটির বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ। এই তিন ভাইয়ের প্রত্যেকের নিজস্ব বাহিনী রয়েছে বলে জানা যায়। বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে এই তিন ভাই।’

তিনি জানান, গ্রেফতার সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ সিটির বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও বেশি মামলা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×