ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ


November 25/Abdul Moid.webp

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেছেন, ‘প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে ফের বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি। কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।’

Your Image

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

এ সময় আবদুল মুয়ীদ চৌধুরী আরো বলেন, ‘এখন কিন্তু মানুষ আর আগের মত নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু, তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখব, বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি, তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।’

সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলে চাকরি করেছি। আমি কোন দিন কোন কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হব, সেটা তো ভুল। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন তবুও কম্প্রোমাইজ করতে পারব না।’

মত বিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×