ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি


November 25/Ganoodikar Parisad.jpg

সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান।

Your Image

চট্রগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে আদালতের প্রাঙ্গণে কুপিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সেখান থেকে এ দাবি জানান তিনি।

ফারুক হাসান বলেন, ‘ইসকন দীর্ঘ দিন ধরে ভারতের অর্থায়নে এ দেশে তাদের উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছে। ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখলসহ নানা অপতৎপরতায় লিপ্ত। এবার তারা প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। ফলে, সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে।’ 
  
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের এক আইনজীবী মারা যান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×