রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে


November 25/Asif.jpg
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ 

Your Image

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, তাদের অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মত বিনিময় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা আরো বলেন, ‘এখানে সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ রাষ্ট্রদ্রোহিতার ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।’ 

তিনি বলেন, ‘আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশের কোন সম্প্রদায় শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে যাতে বঞ্চিত বা নিগ্রহের শিকার না হয়, সেটা নিশ্চিত করতে চেষ্টা করছি। তবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনো একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এর মধ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের ওই সংগঠনের আহ্বায়ককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃংখলা বাহিনী।’  

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, এলজিইডি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব খান, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন।

অনুষ্ঠানে পীরগাছার ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন তিস্তা নদীর ওপর পীরগাছা থেকে কুড়িগ্রামের উলিপুরে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করতে পানিয়ালের ঘাট থেকে তিস্তা নদীর উপর দিয়ে উলিপুরের থেতরাই পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি জানান।

সভায় বক্তারা রংপুর অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য নিরসন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বন্ধ চিনি কলগুলো চালু করা, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, কৃষি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন দাবি জানান। পরে ছয় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×